জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগে মামলা করেছে অবসর চৌধুরী।
গত সোমবার কালাই উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটে। এরপর রাতেই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের ফটকের সামনে অবস্থান নেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর ও তার কর্মী-সমর্থকরা।
পরে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী তার কার্যালয়ে ছুটে এসে স্বতন্ত্র প্রার্থী ও তার নির্বাচনী প্রধান এজেন্ট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক, মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিককে ডেকে নিয়ে কথা বলেন তিনি।
প্রায় আধাঘণ্টা পর গোলাম মাহফুজ চৌধুরী একাই রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে আশ্রস্থ করে এজহার দিতে কালাই থানায় রওনা দেন। এরপর কর্মী-সর্মথকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ফটক ত্যাগ করেন।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধূরী অবসর মামলা করেছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টিএইচ